রঙের বিভেদ কতো স্থানে
কতো রঙের কতো মানে l
ট্র্যাফিক রুলে খেলার মাঠে
দেশ বিদেশের পতাকাতে
ভিন্ন রঙের ভিন্ন মান l
সেই রঙে যে বাঁচে জান
কিংবা রঙে বিপদ বেশি
নেটিভ তুমি বা বিদেশি l
রঙের জোনে ভূমি ভাগ
একেক জোনের একেক রাগ l
করোনা যুগে রঙ বিভেদে
স্বাধীনতার নানান স্বাদে l
লালে তুমি বন্দী ঘরে
ইয়োলো অরেঞ্জ একটু করে,
একটু করে বাইরে বেরোও
মুখে নিজের মাস্ক লাগাও,
তবু বিশেষ প্রয়োজনে l
অনেক স্বাধীন সবুজ জোনে l
সবুজ জোন চ্যাম্পি়য়ন
করোনা দিনে রাখলো মান l