করোনার ভয়ে সব ভীত সন্ত্রস্ত
দেশে দেশে গাঁ শহরে মানুষেরা ব্যস্ত l
চীন থেকে শুরু তার ছড়ায় তা বিশ্বে
আজ যতো আতঙ্ক করোনাই শীর্ষে l
একবার ধরে যদি ঘরে তুমি বন্দী
কারো সাথে মেশা নয় ভেঙ্গো নাকো গন্ডি l
লক ডাউন মেনে চলো অনন্যোপন্থা
এছাড়া উপায় নেই সরকারও চান তা l
ছোঁয়াছুঁয়ি নয় মোটে দূরে যাও তিন ফিট
মাস্ক পরে থাকো সব সেটাতেই আছে হিত l
করোনার ভাইরাসে ফুসফুস জব্দ
শ্বাসকাজে বাধা পেয়ে দম হয় বন্ধ l
কাশি যদি হয় ধরো সাথে ফের জ্বর থাকে
ডাক্তার কাছে তুমি চলে যাও সেই ফাঁকে l
পরীক্ষা শেষে যদি করোনায় পজ়িটিভ
কোয়ারেন্টাইনের পথে তুমি হাঁটো ঠিক l
তার মানে একা তুমি আইসোলেসনে
ওষুধে ও পথ্যে চলাফেরা রেশনে l
ছিলে তুমি বাইরে যেই নাকি ঘরে এলে
হাত মুখ সাবানে ভালো করে ধুয়ে নিলে l
তার সাথে ধুয়ে নাও পোশাকটা নিশ্চিৎ
এছাড়া উপায় নেই হবেই তোমার জিত l
খাদ্যসামগ্রী কিছু ঘরে নাও সত্বর
অন্তত কিছুদিন নেই হাট চক্কর l
এই ঘোর দুর্দিনে রক্তের সঙ্কট
সমাজকর্মী যাঁরা এদেশের সম্পদ,
আর করে পুলিশেরা ক্যাম্পের আয়োজন
এইভাবে মেটে কিছু রক্তের প্রয়োজন l
স্যানিটাইজ নিজে থেকে অপরকে জানিয়ে
করোনার হবে হার মানুষকে মানিয়ে l