কতো কতো কলমে
করোনার মলমে
করোনার কথকতা
পড়ি যতো পাই ব্যথা
ভয় ভীতি চেতনা
আনন্দ বেদনা
করোনা পাবি টের
নিরাময় হবে বের
বিজ্ঞান প্রযুক্তি শেষ হাসি হাসবেই
দুর্দিন সরে গিয়ে ভালো দিন আসবেই
বেঁচে থেকে আমরা সেই দিন দেখবো
মানুষের জয়গাথা অবশ্য লেখবো