পরোপকারের দিব্যি গ্রহণ
কি সময় যে চলছে আজ
আশ্রিতদের মাথা ভেঙে
গড়ছে তারা নিজের তাজ l
গড়ছে যারা নিজের তাজ
পরের জন্য কাঁদছে রোজ
সেই তাজেতে বাতানুকূল
সংসদে পায় সস্তা ভোজ l
যাঁদের দ্বারা নির্বাচিত
তাঁদের ঘাড়ে কাঁঠাল ভাঙা
ভোটের আগে নতজানু
জিতে গেলে বেদম চাঙ্গা l
প্রতি বছর একই কথা
শুনছে যারা গিলছে তাই
গদি পেলে সবাই রাবণ
যতো তাদের লাগুক হায় l
হায় লেগেছে শাসকদলের
আসন ছেড়ে মাটির কাছে
শিক্ষা তবু হয় না কারুর
শাসক ছোটে ভুলের পাছে l
আজ নয় শুধু চিরাচরিত
সকল শাসক একসমান
স্বজনপোষণ ধর্মধারণ
প্রজাপোষণ বলিদান l