উঠোন ছুঁয়ে গেছে বংশ পরম্পরা
শিউলি ফুল থালায় প্রপিতামহী
চঞ্চলা হরিণীর বিদায় কলামন্ডপে
টোল খাওয়া শিশুর অশীতিপর স্কন্ধবিদায়
জলে ভিজে রোদে পুড়ে শীতকাতরতায়
উঠোনের গায়ে রোদের রেখায়
সারণী ধরে দিনাতিপাত
পাল্কি হয়ে কফিনের পথ দেখেছে উঠোন
** তিস্তা থেকে ইছামতী ২০২২ কবিতা সংকলনে প্রকাশিত, পৃষ্ঠা - ১৯