কোলবালিশটা করে নালিশ আপন মালিকটাকে
বিয়ের পরে ভুললে আমায় বউ পেয়ে পাশটাতে l

বিয়ের আগে কেমন আমায় আঁকড়ে ধরে শুতে
এখন সে স্বাদ বউএ মেটায় ছাড়লে আমায় ফু-তে l

বউকে ধরে ভালোবাসো আমি পথের কাঙাল
তোমরা এখন সাহেব বিবি আমি ফেলনা বাঙাল l

যখন তোমার বউ ছিল না তখন ছিলাম আমি
এখন তুমি বউ পেয়েছ বনে গেছ স্বামী l

ভুলে গেছ অতীত তোমার সামলে ছিলাম আমি
দুঃখ শোকে ব্যথার দিনে সামলেছি পাগলামি l

যতো তোমার তোষণ পেষণ হাসিমুখে নিলাম
আজকে তোমার শুভদিনে এই প্রতিদান পেলাম ?

নতুন বন্ধু পেলে তাই কি অতীত যাবে ভুলে ?
'বন্ধু' 'সাথী' নামের তবে অর্থ কি তিন কূলে ?

আলো রোশনাই ঝাঁঝরবাতি নতুন সরঞ্জামে
ভরলো এ ঘর ফেললে আমায় নোংরা কচড়াদানে l

ভালো থেকো সুখে থেকো ওগো বন্ধু রোলার
'বন্ধু' নামের দাম রাখো নি সে দুঃখ নয় ভোলার l

আছো যারা কুমার হেথায় শোনো তোমরা শোনো
ভুলছি না আর মিষ্টি কথায় নিজের রাস্তা গোনো l
489