অভিযোগ মস্ত
কেউ পায় কষ্ট
কষ্টটা বুঝি নি
অভিযোগ গুনি নি
পরিচয় স্বল্প
ফেসবুকে অল্প
থাকি ভয়ে তাই তো
পাছে রেগে যায় তো ?
অভিযোগ বলতে
(যদি) নিভে যায় সলতে ?
থাক তবে অভিযোগ
শুধু এই অনুযোগ
যা খুশি তা চলবে
লোকে কথা বলবে
বলবে বলুক না
নাই কোনো ভাবনা
নিজ পথে চলবো
অভিযোগ ভুলবো
জানি না কি লিখলাম
কিছু যেন শিখলাম !!l