করোনার লকডাউন এদিকে কাজের চাপ
দিন আনি দিন খাই রাখেনি কিছু তো বাপ l
বাবা মা'র দোষ ধরে নিজকে আড়াল করি
রাখি নি আমিও কিছু সোনাদানা জমি বাড়ি l
হাতুড়ির খুটখাট বাটালের এক ঘা
খাওয়াটুকু জুটে গেলে চল চল বাড়ি যা l
আছে তো অনেক ব্যয় ওষুধে ও পোশাকে
ছেলেমেয়ের পড়াশোনা পরিবার পোষা-কে l
এদিকে করোনাভীতি আতঙ্ক সংবাদ
দিনে দিনে প্রতিদিনে সংখ্যার উৎপাত l
লাখ লাখ মানুষেরা করোনার কবলে
প্রশাসন তাই রাখে লক ডাউন আগলে l
দিন আনি দিন খাই, রেশনে কতো বা পাই
মেনে চলি লক ডাউন, হয় নাকো ভরপাই l
৮৩৯