গায়ের সবুজ জামা
ফল পেরুতেই গাত্রদাহ গায়ের থেকে নামা l
কোথাও রক্তবরণ
সেও দেখি জামা পাল্টে হলো হলুদ ধরন l
এই খেলাটি খেলেছিলেন বোম্বাগড়ের রাজা
এখন ভারি বিঁধছে গায়ে আগুন গরম তাজা l
ফুলের তোড়ায় আমদানিরা থাকে আসন যোগে
এলো তারা উন্নয়নে পালায় ইঁদুর রোগে l
এপাশ ওপাশ ধপাস শেষে একই মুখের বুলি
গায়ের রঙ পাল্টে গিয়ে খেলে বিজয় হোলি l
ক্ষমতা বৃন্তে থাকে যারা একই তাদের রূপ
বিরোধী হলেই বিবেক জাগে চেনে বাদল ধূপ l
আসে যায় ইচ্ছায় আদর্শ বাহানায়
ছুঁয়ে থাকে মসনদ এই আছে এই নাই l