নিজ হাতে ধরে মাছ জাল দিয়ে ছেঁকে
ফেসবুকে ডিজিটাল ছবি দেন এঁকে l
ছবি এঁকে দেন তিনি কবি পরিতোষ
দু'হাতে কাতল মাছ মুখে সন্তোষ l

বর্ষার সরোবর জল জলময়
করোনার অবসর অসীম সময় l
জলে নামে কবিবর স্মৃতি ঘিরে ধরে
মনে পড়ে শিশুকাল কতো দিন পরে l

শাপলা শালুক আর কলাগাছ ভেলা
মনে পড়ে খুশিময় সেই ছেলেবেলা l
সারাদিন জলে নেমে করে হুটোপুটি
সেসব সুখের দিন খুশি লুটোপুটি l

আজকে ছুটির দিনে মাছ কিছু ধরে
জমবে খাবার মজা বসে নিজ ঘরে l
ত্রিপুরার জলাভূমি মাছেদের ঘর
সেই মাছ ধরে খান প্রিয় কবিবর l

মাছ ধরে ছবি তোলে করে হাসি মজা
সরল সরস কবি মনে অতি সোজা l
কাছে যদি আছো তবে এসো তোমরাও
দূরে যারা আছো তারা ছবিতেই খাও l
৮৪৬