তাঁরা হলেন বুদ্ধিজীবী পুরোমাপে বিদ্বজ্জন
কোষের ফাঁকে বিদ্যা ভাঁজেন বুদ্ধি রাখেন হাফ ডজন l
নজর রাখেন চতুর্দিকে খুঁজে বেড়ান বিষদোষের
কেউ সেখানে পগার পারে কেউ বা শিকার বিষরোষের l
নজর রাখেন দেশের কোথায় ঘটছে কখন অঘটন
কোথায় কেমন অনাচারে ভাঙছে শরীর জ্বলছে মন l
কিন্তু আবার কথা আছে দোষের তাঁরা করেন ভাগ
একের বেলায় গর্জে ওঠেন অন্যবেলায় ওসব বাদ l
অনেক দোষকে ছাড় দিয়ে দেন চোখটা রাখেন আধ বুজে
আবার কোথাও ভীষণ সজাগ বাহির করেন দোষ খুঁজে l
যখন দেখেন ঝুঁকি আছে বাচাল হলে পড়বে মার
সে সব ক্ষেত্রে চুপ মেরে যান, লক্ষ্য প্রাপ্তি পুরষ্কার l
পুরস্কারের লোভে লোভে বেঠিক হলে সেটা মাপ
যখন বিরোধ সম্মানিত সেখানে দেখি লাফঝাঁপ l
ৱ্যালি করেন ক্যালি দেখান স্মারকলিপি দেন জমা
যখন আবার ক্যালানি খান তখন তাঁরা যান কোমা l
শীতের ঘুমে থাকেন তখন যা সব হচ্ছে তা হোক না
সময় বুঝে জেগে ওঠেন শুরু করেন ভো ভোকনা l
দিব্যি আছেন রসেবসে দিব্যি তাঁর ওঠাবসা
আদেশমতো হালুম ডাকেন প্রকাশ করেন রাগ গোঁসা l
বুদ্ধিজীবী বলি তাঁদের বুদ্ধি পোষেন কতোই না
কোথাও দেখি নতজানু কোথাও ভৌ ভৌ ভৌ ভোকনা l
বুদ্ধি বেচেন নানান দামে স্বর্ণ রৌপ্য তাম্র হার
এই না হলে বুদ্ধিজীবী এটাই তাঁদের রঙবাহার l