ঢেউ ঢেউ ঢেউ ঢেউ
দেখেছো কি আর কেউ
সবুজ মাঠের শেষে
মেঘ কালো কলা বউ !
ঘন সবুজ ঘাস
কৃষক করে চাষ
এই এখানে করে জানি
কতো মানুষ বাস !
গাছ গাছালির সারি
মানুষজনের বাড়ি
নীল আকাশের আড়াল থেকে
মেঘেরা দেয় পাড়ি !
হাসেন রোদে আলোয়
বিধাতা বেশ ভালোই
উজাড় করে দেন ছড়িয়ে
ফসল সাদা কালোয় !
মেঘ উড়ে যায় হেসে
এমন সবুজ দেশে
বাতাস রোদে নীলাকাশে
মূর্তি সচল ভেসে !
535