ছুটি ছুটি ছুটি রে
করি ছোটাছুটি রে
ছুটে যাই খ্রিস্টমাসে
আস্তাবলের পাশে
ঐ মাতা মেরী রে
পাশে ভেড়া ভেড়ি রে
কোলে শিশু যীশু ঐ
হাতে পায়ে তা তা থৈ
পাশে পিতা জোসেফের
না ফেলা সে পলকের
তারা দেখে জ্ঞানীজন
ছুটে আসে যীশুমন
মানুষের মুক্তির
ভালোবাসা ভক্তির
ঐ এলো যীশু রে
ছুটি ছুটি ছুটি রে....