বড়োদিনটা সত্যি সত্যি বড়ো হবে সেদিন
সকলে মন বড়ো করে খুশি বাঁটবে যেদিন l
হিংসা ও লোভ ভুলে গিয়ে ভালোবাসবে শুধু
থাকবে না এই পৃথিবী আর ঘৃণায় ভরা ধুধু l
শিশুকিশোর বুড়ো জোয়ান ছেলে মেয়ে যতো
আপন বলে ভাববে সবাই সেবাকর্মে রত l
রাম ও রহিম জন আব্রাহাম হাতে হাতটি ধরে
একসাথে পথ চলবে সবাই পরকে আপন করে l
যীশুখ্রীষ্টের প্রেমের বাণী ধরায় আসে নেমে
হিংসা লোভের যাত্রাপথটি অচিরে যায় থেমে l
সেরা জাতি মানবজাতি নিজেকে নেয় চিনে
সভ্যতার পথ ধরে চলে আজকে বড়োদিনে l
দেশে দেশে মিলবে এসে সবাই অভ্যাগত
এই পৃথিবী সবার জন্য নই বহিরাগত l
যীশুর প্রেমে প্রেমিক সবাই বড়োদিনের টানে
হাসি খেলি পথে চলি মাতি খুশির গানে l