ছোট্ট থেকে শখ ছিলো তার চশমা পরার চোখে
বাবা মায়ে দেন নি আমল তবু সে একরোখে l
সকাল সন্ধ্যা বায়না ধরে করে নানান ফিকির
রাত্তিরেতে পায় না দেখতে, চশমা কিচির মিচির l
বন্ধুরা সব চশমা চোখে দারুণ চোখা লুকে
সে সব দৃশ্য দেখে ব্যথা জাগে চিনুর বুকে l
কিন্তু চিনুর তাও জোটে নি চশমা চোখের 'পরে
এইভাবে সে দিনে দিনে গেছে শুধু বেড়ে
কি করুণা ভগবানের চালশে লাগে চোখে
চিনুর হলো ইচ্ছাপূরণ চশমা পরে দেখে l
চলতে ফিরতে সমস্যা নেই কিন্তু পড়ার বেলায়
চশমা ছাড়া ঘোলা দেখে শব্দ বাক্য মেলায় l
চশমা শুধু শখের নয় গো ভীষণ প্রয়োজনের
চশমা পরে শিক্ষা চিনুর ব্যথা বিয়োজনের l