ফেসবুকে সারাদিন কতো প্রয়োজন
সুন্দরী বন্ধুরা ডজন ডজন l
ঘরে সেই এক মুখ হাঁড়িপানা তাই
ফেসবুক চ্যাট করে সময় কাটাই l

বউ এসে ঘাড়ে দেয় বেলনার বাড়ি
ফেসবুক অফ করি আমি তাড়াতাড়ি l
সাত পাঁচ বা সতেরো কতই বুঝাই
তার মনে ভ্রম ছিলো সে সব ঘুচাই l

- আমি সতী পতি তার এক মনপ্রাণ
এই সংসারে দেই সবটুকু জান l
সরল ঘরণী সব মন দিয়ে শোনে
কাজ সব সারা হলে বিশ্রাম টোনে l

ফেসবুক খুলে বসি আবার চ্যাটিং
মনের যাতনা ভুলে কথার ব্যাটিং l
৮৩৫