শাস্ত্রীয় গান শুনতে গিয়ে জুতো গেছে চুরি
নতুন জুতো এই তো সেদিন নগদ তিনশো কুড়ি,
কড়কড়ে নোট নতুন গুণে নিলো কিনে ভূতো
মনের মতো দোকান থেকে মনের মতো জুতো l
গানের মধ্যে ডুবে গিয়ে খেয়াল গেছে ভুলে
গায়কেরা গাইছে খেয়াল গলার স্বরটা তুলে,
আসর শেষে নীচে এসে জুতো খুঁজে যেই
সবার জুতো আছে শুধু নিজের জুতো নেই l
মাপমতো এক জুতো খুঁজে পায়ে সেঁধোয় ভূতো
সারা রাস্তা হোঁচট খেয়ে, খেয়ে জুতোর গুঁতো,
অধিক রাতে বাড়ি ফেরে আঁধার পথটা ধরে
গান শুনে তো মন ভরেছে জুতো গেছে সরে l
গানের আসর বসান যিনি তাঁকে বিশদ বলেন
বদল জূতোর গল্প শুনে তিনি খানিক গলেন,
জুতোর যুগল বদল হলো যুগলবন্দী শুনে
কবে হবে জুতো ফেরত ভূতো সে দিন গুণে l