তোমার কি এখন চা চলবে ?
জল দেব তোমার ? বসিয়েছি, তাই l
এই অবেলায় ?
ও, খাবে না !
চা খায় না প্রিয়া, করে পান
তোমার জন্য সদা হাজির এই জান l
নক্সা হচ্ছে ?
তুমি যদি খাও বিষ
সাথে তোমার আছি অহর্নিশ l
চা বিষ নয়কো মোটে, ভরা উপকারিতায়
ক্যামেলিয়া সিনেনসিন উদ্ভিদের পাতায় l
ক্লান্তি হয় দূর সুগন্ধ গরম এক পেয়ালায় l
নিয়মিত যদি করো পরিমিত চা পান
হৃদরোগের ঝুঁকি কমে, আছে প্রমাণ l
কিন্তু প্রিয়া বেশি চা পানে দূর হয় ঘুম
লিভারের ক্ষতি, তাছাড়া চামড়ার রঙ গুম।
মোটেই না মহাশয়, কেন মিথ্যা চা-কে দাও গাল
পরিমিত চা পান, গ্রীন টি, আদা চা, আর লাল
শুধুই উপকার তাতে, বিশ্বাস না হয় নাও জেনে
কতো ডাক্তার বন্ধু তোমার, মোবাইলটা দিব এনে ?
শুধু তাই কেন ? সারাদিন তো নেট ঘাঁট
নেটেই তো পাবে সব তথ্য
জেনে নাও – চা বিষ নাকি পথ্য l
থাক, না হয় তুমিই জিতলে এবেলায় l
তবে হবে নাকি আধ কাপ, নতুন পেয়ালায় ?
*ক্যামেলিয়া সিনেনসিন – চা গাছের বৈজ্ঞানিক নাম
** চলন্তিকা বিজয় সংখ্যা ২০১৭ তে প্রকাশিত