বড়ো এক জলাশয় মাঝখানে তরী
দুই মাঝি টানে হাল হাতে হাতে ধরি l
রূপালী রোদের ছায়া চিকচিক জ্বলে
ভাব ওঠে কবিমনে গভীর অতলে l
সাদা মেঘ উড়ে চলে নীল নীলাকাশে
ওই দূরে গাছসারি ভরে সুবাতাসে l
কারখানা থেকে ওঠে কালো সাদা ধূম
এখনো ভোরের আলো শান্তির ঘুম l
জলাশয়ে ভেসে যায় বর্জ্যের সারি
নির্মল জলধারা দিনে দিনে ভারি l
দিনে দিনে জমে যায় দূষণের ভার
দোষারোপ চলে শুধু এই দোষ কার l
উন্নতি পথ ধরে দূষণের ধারা
সবুজ শ্যামল দেশে সবুজের হারা l
রোগ ব্যাধি চরাচরে মহামারী কতো
নিজেদের দোষে তারা অকালেই হত l
তবু ওঠে কলরোল নাম গান চলে
জলাশয়ে তরী এক ভেসে যায় জলে l
ভেসে যায় তরী আর চলে মাঝিগান
উদাত্ত গান শুনে বুকে ওঠে টান l
৮৯৯/৪