যখন আমি ব্যস্ত ভীষণ লেখার চাপে
ঠিক তখনই বাজার যেতে বলেন বাপে l
বাপের কথা শুনবো না সে সাহস কোথায়
কাব্যি করি গল্প লিখি খাচ্ছি সে তো বাপের টাকায় l
কিন্তু আমি ব্যস্ত এতো পোশাক পরি সময় কোথায়
বলেন বাপে, লজ্জা কিসের? লুঙ্গি পরে বাজার যাই l
কিন্তু আমি চাই না মোটে হাসুক সবাই আমায় দেখে
যাচ্ছি আমি বাজার পথে পরনেতে লুঙ্গি সেঁটে l
তাই তো শেষে মুখটা খানিক ব্যাজার করে
গেলাম বাজার ঢিলেঢোলা প্যান্টটা পরে l
জানি আমি চলবে এদিন এই উপায়ে
যতক্ষণ না দাঁড়াই আমি নিজের পায়ে l
লিখছি ছড়া লিখছি গল্প ছাপছে কাগজ
কেউ পড়ে না লিখছি শুধু নিজের গরজ l
লেখালেখি চলবে চলুক তবুও তো
উপার্জনের রাস্তা একটা দেখতে হতো l
কাব্যি লিখে মন ভরে তো পেট ভরে না
বাপে বলেন বসে খেয়ে হচ্ছে দেনা l
দেনা নিয়ে লিখবো কতো কাব্য যে আর
বুঝে গেছি আয় করা যে কি দরকার !!