একটা কিছু হয়েছে যে কারণে
আমরা কিছুতেই আগের মতো
সহজ হতে পারি না l
কারণ তুমি জানো, জানি আমিও
কিন্তু আমরা স্বীকার করি না l
স্বীকার করি না, কারণ তার মধ্যে
আমরা পরাজয় দেখি l
শখ করে কেউ হারতে চাই না l
অথচ জন্ম থেকে প্রতি পদে
প্রতি ক্ষেত্রে হেরে চলেছি,
তবু জয়ের স্বপ্ন দেখি l
লক্ষ্য যা রেখেছি জীবনে
একদিন তা রূপায়িত হবে
এই স্বপ্ন চোখে বুনে
প্রতি রাতে বিছানায় উঠি l
পৃথিবীকে তালুর ওপর রেখে
বিশ্ব জুড়ে অডিটোরিয়াম মানুষে ঠেসে দিয়ে
যে ঈশ্বর চিত্রগুপ্তকে শিখণ্ডী করে
মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি ধার্য করছেন,
সেই কারণেই জানি অনেক সফলতা
শিখর ছুঁয়েও বৃত্ত সম্পূর্ণ করে নি l
সেই বৃত্ত ভেঙে বেরুতে হবে আমাদের l
যাবো সেখানে যেখানে ভাগ্য বলে কিছু নেই,
যেখানে ঈশ্বরের খামখেয়ালিপনা নেই,
আছে শুধু কর্ম, আর কর্মফল l
৯০৩