যা সহজ পথে পাওয়া যায় তার জন্য কঠিন পথে হাঁটা কেন ?
কঠিনতম বিষয়কে সহজতম ভাষায় প্রকাশ করাটাই যোগাযোগ l
যাঁরা এটা পারেন না তাঁরা ছায়ার সঙ্গে কুস্তি করেন l
যাঁরা বলেন তাঁদের কবিতার অর্থ নেই, ভাষার প্রাথমিক পাঠটুকুর অভাব সেখানে l
যে বর্ণসমষ্টির অর্থ নেই, যে শব্দসমষ্টির ভাব নেই, পংক্তিসমষ্টির ভাবার্থ নেই, তা ভাষা নয়, সাহিত্য তো দূরের বিষয় l
ভাঙা দুরকম -
এক, ধ্বংসাত্মক মনোভাব নিয়ে সব ভেঙে চুরমার করে দেয়া - ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রুচি, কৃষ্টি সব l
দুই, গঠনমূলক মনোভাব নিয়ে কিছু ভেঙে মহত্তর কিছু সৃজন করা l