বসন্তে আজ রঙ মেখেছে সব বয়সের মানুষ
সকল মনে উড়েছে আজ পরম খুশির ফানুস ।
দোল উৎসবে দুলছে হৃদয় ভুলেছে শোক ব্যথা
রাগ ও হিংসা ভুলে গিয়ে বলছে মনের কথা ।
শিমুল পলাশ বনেতে আজ উড়ছে ফাগের রেনু
নদীর ধারে ঘাসের বনে রঙ মেখেছে ধেনু ।
উড়ছে পথে খুশির আবীর সঙ সেজেছে সবাই
কৃষ্ণ রাধা পথ হেঁটেছে সাথে জগাই মাধাই ।
গানের সুরে নৃত্যতালে দোল উৎসবের শোভা
খুকি খোকা জোয়ান বুড়ো দৃশ্য মনোলোভা ।
কৃষ্ণচূড়া ফুলের রঙে প্রেম জেগেছে মনে
ভালোবাসায় মাতাল পাগল খোঁজে প্রেমিকজনে
বুকের গভীর থেকে বেরোয় মুক্তো প্রেমের বানী
বসন্তে আজ দিয়েছে দোল সবাই রাজা রানী ।
##
রচনাকাল : 21 মার্চ 2019
৬ ই চৈত্র ১৪২৫