নীল আকাশে মেঘ জমেছে
নীল সমুদ্রে ঢেউ
আমার দেশে আগুন জ্বলে
শান্তিতে নেই কেউ l
আগুন নিয়ে খেলে তারা
ধর্ম দোহাই দিয়ে
আরো কতো অজুহাতে
গোলা বারুদ নিয়ে l
শান্ত দেশে অশান্তির এই
আগুন জ্বালায় যারা
পাগড়ি টুপি ধ্বজা ধরে
দেশের শত্রু তারা l
মানুষ মেরে ধর্ম ফোটায়
নামধারী সব যারা
অনাথ করে শিশু মাকে
দেশের শত্রু তারা l
মানবজাতির শ্রেষ্ঠ ধর্ম
আছে যদি আছে
মানবপ্রেমই শেষ কথা তার
সব বিধাতার কাছে l
৫১৬