বিরোধেরা হেঁটে যায় শূন্যপথ শূন্য মহাপথ
কুঁড়িগুলো ফুটে যায় অনাবিল চক্রাকার
হস্তরেখা পড়ে নেয় কোষ্ঠ শুদ্ধাচারে
যাগযজ্ঞে আত্মাহুতি দেয় আদিম মানব
ওষ্ঠ ছুঁয়ে যাবে রোজনামচায় ছিলো সংলাপ
ভেঙে যাওয়া সুতো আর্তনাদে মিছিল কাঁপায়
জনারণ্যে মিশে যায় রঙচোরা ডাকাতের দল
অনাহুত শ্বাপদেরা বনাঞ্চলে উৎসবে মাতে
বোলতার হুল গেঁথে যন্ত্রনায় লেখা হয়
ইতিহাসবিদ্ধ রাতজাগা পাখিদের মৈথুন বিচরণ
ভেজা জলেরা তাপ বিকিরণে রোদ শুকানোয়
চাঁদের দরবারে দেয় পাড়ি, প্রহর ডেকে যায়
অন্ধকার তিমিরে আলোকের ঝর্ণাধারায়
শিশুদের পাঠশালায় বোর্ড জুড়ে লেখা হয়
শিলালিপি, শিলালিপি উদ্ধার সহস্রাব্দ সঙ্গীত
পথ হেঁটে যায় পথে পথে গান শুরু করে রেওয়াজ
নাড়িভুড়ি ছিঁড়ে বেরোয় আদিমতা আদমের
ইভেরা জটলা করে শিশিরের দোয়াতখানায়
হাত মুছে নিয়ে অভিযুক্ত তুলির টানে বকে যায়
বকে যায় মহাকাব্যিক রসঘন বিরোধ সংবাদ
** সচেতনা সাহিত্য পত্রিকা ৪ বর্ষ, সাহিত্য উৎসব সংখ্যা, ২০১৯ এ প্রকাশিত, পৃষ্ঠা - ২৫