একটি পাখি সবুজবরণ হলুদ একটি পাখি
লালপাখিও আছে একটি কাকে কোথায় রাখি l
কিচিরমিচির করে তারা সকাল দুপুর বিকাল
সব বিষয়ে ঝগড়া করে সামলাতে হই নাকাল l
দেশের যতো বিষয় আশয় সব বিষয়ে হায়
সবাইকে সব দিবে বলে নিজেরা সব খায় l
একটিবারে একটি পাখি ঘরে আনি আমি
প্রতিবারে যাই ঠকে যাই জানেন অন্তর্যামী l
সবুজ বলে আমি ভালো হলুদ বলে আমি
লাল এগিয়ে এসে বলে ও সব তো পাগলামি l
সবাই বলে আমি ভালো আসল ভালো কে
আসল ভালো জানি না তো সবাই ঠকেছে l

মানুষজন এই স্বাধীন দেশে রঙ মেশাতে কাহিল
জোটে রঙ তাও এনে দেখে দিনের শেষে জাহিল l
হলুদ লাল আর সবুজ রঙে নিত্য দলাদলি
যখন তখন যায় লড়ে যায় আবার গলাগলি l
তিনটি রঙে নানান ঢঙে  ভেদের ভাবে চলে
এই রঙ কিংবা ঐ রঙে যাও আকণ্ঠ তো জলে l
পাখিরে তু্ই উড়বি কতো স্বপ্ন কেড়ে নিয়ে
স্বপ্ন যতো মানুষজনের শিকলবাঁধন দিয়ে l
সবার স্বপ্ন ধ্বংস করে নিজের স্বপ্ন গড়িস
গোড়া কেটে আগাতে জল কেমন বুদ্ধি ধরিস l
হলুদ লাল আর সবুজ পাখির নিত্য কলতানে
সকল দুঃখ ভুলে থাকি রাষ্ট্র জয়গানে l
522