এ কেমন যুগে এলাম
এ কেমন এপ পেলাম
এই তো ছিলাম ষাট বছরের বুড়ো
এপে হলাম কুড়ি বছরের ছুঁড়ো
বন্ধুরা সব দিলো নানা বুদ্ধি
সেসব নিয়ে করছি কিছু শুদ্ধি
আছে কতো বন্ধুসম ফেসবুকেরই পাতায়
উৎসাহ বা নিরুৎসাহ যোগায় দেখি সবাই
নুরুল বলে লাগছি নাকি তার থেকে ছোটো
দাদা হলাম ভাই এর ভাই অটো যেন টোটো
পলাশ বলে অষ্টমে তো সুকুমার নবমে
পুনম বলে আচ্ছা তুমি এসো তো দশমে
কিন্তু আমি সত্যি বলছি স্কুলে যাবো না
বড্ড প্রেসার স্কুলজীবনে শান্তি তো পাবো না
তার চেয়ে অনেক ভালো হবে কলেজ কলেজ খেলা
ফার্স্ট ইয়ারে ভর্তি হলে মজা হবে মেলা
বন্ধুরা সব থাকবে ঘিরে কিছু তো বান্ধবী
শর্মিষ্ঠা বলে গেলো হাতে আছে চাবি
এসব যখন ভাবছি আমি সতর্কতা এলো
বাচ্চা ছেলে ফেসবুকেতে ? সঞ্চয়দা ফেলো
সব ফেলে কেউ চুলটা দেখে চুলটা কেন পাকা
অজন্তা আর বদরুল ভাই করলো ভ্যাবাচ্যাকা
ভাবছি তবু বন্ধু কোনো একজনকে ধরে
কলেজ ভর্তি করবো পাকা করবো তা সত্বরে
সুবীর স্যার বয়স মেপে বলেছেন একুশে
সাহস একটু পেলাম তখন পেলাম কিছু দিশে
প্রথমবারের কলেজ জীবন ছিলো কিছু চাপা
এবার এপের দৌলতে ঠিক ছুটবে গাড়ির চাকা
আবার ভাবি থাক না সেসব বর্তমানে আসি
এগিয়ে না হয় সামনে কিছু ঘুরি গয়া কাশী
এসব ভেবে এপের বলে বাড়িয়ে দিলাম বয়স
একটু না হয় বেশি বুড়ো চামড়া জুড়ে কি ধ্বস
সত্য যা তা মেনে নিবো সেটাই আসল কথা
কপালে যা আছে লেখা খন্ডাবে কোন ত্রাতা ?