একখানা গাড়ি যেটা চলে বেশ হাঁকিয়ে
জানলার পাশে সিট গদি দেখে জাঁকিয়ে,
হাওয়া খেতে খেতে চলি দূর কোনো শহরে
মাঝে থাকে বহু কিছু কতো লটবহরে l

জ্যাম থাকে আরও কতো, ভিড় থেকে ঝগড়া
চুরি যায় কতো কিছু পথ জুড়ে ঠগরা,
সে সবকে পায়ে দলে এগিয়েই চলেছি
এক কথা বারবার কতবার বলেছি l

চলতে চলতে শেষে জানি না কোথায় যাবো
যাকে ঘিরে সবকিছু তাকে কি আদৌ পাবো ?
এত দেখি চারপাশে কতো তারা মিলে থাকে
আদালতে টের পাই জ্বলে পুড়ে পুরো খাকে l

গাড়ি যেন জীবনটা চায় যেতে হাঁকিয়ে
সকলকে পার হয়ে চলা কিছু বাঁকিয়ে,
তবু কিছু চলাগুলো মাঝপথে থেমে যায়
আরোহীরা একে একে গাড়ি থেকে নেমে যায় l

হিসাব মেলে না কারো, কারো অতিরিক্ত
দুনিয়ার যতো লোক শক্তের ভক্ত l
৮৬১