বনের ভেতর শাল সেগুনের সারির ভিড়ে
জ্যোৎস্না ফোটায় মিষ্টি কামড় গাঙশালিকের
সুখের বাতাস ছড়ায় কেমন দোলনচাঁপা
তারার মালায় বনের ভেতর চাঁপাফুলের l
এপার ওপার তাল তমালের বনে বনে
হাস্নুহানা পরীর রানী সাজে ভোরে
চাঁদের পরশ দেয় এনে দেয় ছিন্নমূলে
শ্যাওলা নদীর পাড়ে বাঁধা আপন ঘরে l
সন্ধ্যাপ্রদীপ জ্বলে ঠোঁটে চাঁদের আলো
জ্যোৎস্নামাখা মেঘে কাজল দুষ্টু বাসি
বাদাম গাছে গোলাপ রঙের কুঁড়ির ছ্বটা
চাঁপার বনে বেলিফুলের মিষ্টি হাসি l
বরফরেণু মাখা পায়ে ভুঁইচাপার ঐ পাপড়ি থেকে
উলট নদীর ঠান্ডা জলে হাস্নুহানা করছে খেলা
আঁধাররাতে জোনাক জ্বলে চাঁপা বনে
উজান নদীর ঘাটে আসে গোলাপ ভরা রঙিন ভেলা l