1. ভাইফোঁটার শুভদিনে :

ভাইকপালে দিলাম ফোঁটা
চাকরি জুটুক আস্ত গোটা
ভাই ও বোনের একটি দাবি
খুলুক চাকরিঘরের চাবি

সিভিক প্যারা নয়গো আর
চাকরি গোটাটা দরকার
খুলুক খুলুক চাকরি জট
মেধায় জুটুক চাকরি সব

কাটমানি তার অন্ত হোক
চাকরিদাতা সন্ত হোক
বেকার সবার বাবা মায়ে
হোক না ছেলে হোক না মেয়ে

সবার এখন একটা দাবি
শিক্ষা যেন খায় না খাবি
শিক্ষা শেষে কর্ম আসুক
কর্মস্রোতে সবাই ভাসুক

যমুনা দেয় যমকে ফোঁটা
প্রার্থনা তার চাকরি গোটা
ভাইফোঁটার এই শুভদিনে
স্বপ্ন দেখে ভাই ও বোনে

2. ডিজিটাল :

এগোই কপাল নিলাম ফোঁটা
যায় না দেখা বোন টা গোটা
শুভ দিনে
ফোঁটা ঋণে
থাকুক টিকে সম্পর্কটা


3. মিলনসুর :

বোন যেমন ফোঁটা দেয় ভাইকে হাতে বাঁধে রাখি
ভাই যদি ঠিক তেমন করে তবে কি খুব ক্ষতি ?
দুনিয়াটা খুব সুন্দর হয় তবে
ভায়ে বোনে তফাৎ কেন হবে ?

সমান হবে অধিকার তাদের সমান হবে কর্তব্য
কেউ পাবে না সুবিধা বেশি কেউ হবে না জব্দ
চাইবে না কেউ ছেলে হোক কিংবা হোক মেয়ে
ছেলে মেয়ে দুই সমান কি ভালো এর চেয়ে ?

ফোঁটা কিংবা রাখি এ তো কেবল উপলক্ষ্য
হোক না সব মেয়ের সাথে সব ছেলেরই সখ্য
কেন শুধু মেয়ে বলে তোমরা সরে থাকো ?
এসো এসো বাইরে এসো সমান সমান মেশো

কখন তুমি সমান ছেলের কখন শুধু মেয়ে
কখন তুমি সঙ্গে থাকো কখন পালাও ধেয়ে
এই পাই তো সেই পাই না লজ্জাবতী লতা
এই করছো বকম বকম আবার নীরবতা

এইটি শুধু চাই
থাকবে না বোন ভাই
নিবো সমান চাপ
সইবো সমান তাপ
ছেলে মেয়ের বিভেদ হবে দূর
সবাই সমান বাজবে মিলনসুর
জড়তা সব কাটিয়ে উঠে মিলবো খোলা মনে
যা হবে তা সবার হবে প্রতি মানবজনে


4. ভ্রাতৃদ্বিতীয়া :

পুঁচকে বোন দেয় ভাইকে ফোঁটা
পুঁচকে ভাই কি বুঝলো ওটা ?
এই বয়সে ফোঁটা মানে
ভালো খাবার সেটাই জানে
উপহার যে সেটাও ব্যাপার
শিশুর মর্ম এ ভাইফোঁটার


5. ভাইফোঁটা :

মা দিলো মামাকে ফোঁটা বোন দিলো ভাইকে  
বাড়ি জুড়ে এতো খাবার সেটা এখন খায় কে ?
পিসি দিলো কাকাকে আর দিদা তার ভাইকে
বাড়ি বাড়ি ভাইফোঁটা দিদিদের আজ পায় কে ?
এমন দিনে ভাই নেই যার এমন দুখী বোন কে
কিম্বা ধরো বোন নেই যার তার ব্যথা পায় কে ?
ভাইফোঁটার দিনগুলিতে দান উপহার পায় কে ?
ভাই বোনে যে ছোটো সে ছাড়া আর পায় কে ?
ভাই বলো দিদি বলো এদিন বাজারে যায় কে ?  
সব তো সেই বাবার ঘাড়ে পকেট ফাঁকা পায় কে ?
ভাইফোঁটার দিনগুলিতে বাজার গরম পায় কে ?
দোকান জুড়ে খাবারদাবার বেশি আয় পায় কে ?
ফোঁটা দেওয়া ও নেওয়া কোথায় এমন পায় কে ?
সে আমাদের ভারতদেশ এমন দেশটা পায় কে ?
এবার দেখো নতুন প্রথা ভাই ফোঁটা দেয় বোনকে
বোনের তাতে সম্মান বাড়ে এই কথা উড়ায় কে ?