পথচলতি প্রশ্ন - কেমন আছেন ?
গতানুগতিক, উত্তর তথৈবচ - ভালোই l
পাল্টা - আপনি ভালো তো ?
কি উত্তর দেই বুঝে উঠতে পারি না l
কেমন আছি ? নিজেই কি জানি ?
তবু প্রকাশ্যে স্বীকার করে নিতে দ্বিধা l
ভালো নেই, তবু বলি - ভালো আছি l
কি করে ভালো থাকি ?
বিশ্বাসের পাত্রগুলো বিশ্বাস ভাঙছে প্রতিদিন l
গায়ে রঙ চড়লেই চরিত্রগুলো কেমন বদলে যাচ্ছে
- এর নাম বেঁচে থাকা l
বেঁচে থাকলে শ্বাস নিতে হয়,
দৌড়ঝাঁপ করতে হয়, অভ্যাস হয়ে যায় l
চারপাশে কিছু সুন্দর জিনিসের দর্শন মেলে
বাকি অনেকটাই কুৎসিত, অসুন্দর
বিশ্বাস ভাঙা ও ভালোবাসা অস্বীকারের ইতিহাস l
বেঁচে আছি - ব্যস এটুকুই l
যতক্ষণ জীবিত, সকাল হলে উঠতে হয়
মরে গেলে শুধুই রাত l
মানুষের জীবনে স্বস্তি কই ?
ঘুম থেকে উঠে দৌড়ঝাঁপ, বেঁচে থাকার রসদ অর্জন
আর প্রতি মুহূর্তে সব হারানোর আশঙ্কা l
ভালো থাকা শুধু গভীর রাতের স্বপ্ন l
** নব সাহিত্য কমল ৭ম বর্ষ, অক্টোবর-ডিসেম্বর বিশেষ সংখ্যা ১৪২৬ এ প্রকাশিত