সময় হয় না পার
কি যে করি আর
সাবান দিয়ে হাত ধুই বারবার
মুখ সযত্নে ঢেকে যাই ঘরের বার l
করোনা ভাইরাসের জেরে
আতঙ্ক আজ বিশ্ব জুড়ে
মৃত্যুসংখ্যা যায় কেবল বেড়ে
তারই মধ্যে উঠছে কিছু সেরে l
নেইকো ওষুধ প্রতিষেধক
সাবধানতা নেয় বিবেচক
লক ডাউনে ঘরে সবাই আটক
কর্মক্ষেত্রে বন্ধ সকল ফাটক l
জারি আবশ্যক সেবা
চিকিৎসা ব্যাঙ্ক পৌর পরিষেবা
সব্জিবাজার মুদির দোকান মেবা
তবু সাবধানে বাইরে গেলেও কেবা l
অসামাজিক হই সকলে
মিটার দূরে থাকতে বলে
চেষ্টা জারি কেন্দ্র রাজ্য মিলে
হবো করোনামুক্ত মানুষ সঙ্গ দিলে l