অসুখ যখন দেয় গো হানা
চতুর্দিকে নিষেধ মানা
অসুখ যখন সেই করোনা
এটা কোরো না, ওটা কোরো না
ঘরের থেকে বাইরে মানা
কারুর সাথে মিশতে মানা
হাতে গোলাও সাবান ফেনা
কোথায় পাবে তা বলে না
পেট কি কারো শোনে মানা
সেথায় ছোটে ছুঁচোর ছানা
দিন আনে দিন খানাদানা
কাজের বন্ধে চোখে কানা
পকেটে নাই কড়ি কানা
ঘরেতে নাই খাবার দানা
কোথায় পাবে সাবান ফেনা
কেউ তাদেরকে বলে দে না
শুধু কথার তা না না না
এমনটা তো তার বেলা না
ঘুরে ওয়ার্ডের কোনা কোনা
সকাল বিকাল তারই সেনা
সঙ্গে কিছু মান্যজনা
ঘরে ঘরে সাবান ফেনা
পৌরপিতা সেই দুজনা
পৌঁছে দিলো জনা জনা
আবার এখন চাল আলুতে
খাবার যোগাড় ডালে ভাতে
পেট মানে না তারই যোগাড়
ঘরে থাকো ভাই গো আমার
লক ডাউনটা মেনে চলো
বিপদ হলে আমায় বলো
সদাই জেনো সঙ্গে আছি
বিপদদিনে সবাই বাঁচি