বৃষ্টি যখন অঝোর ধারায়
বাংলাদেশের মনকে কাঁদায়
বাইশে শ্রাবণ শূন্য হলো
শূন্য হলো কানন
কবিতা গল্প ছড়ার বাণী
তাঁর রচনায় বাংলা রানী
শেষ বিদায়ের বেলায় দেখি
ব্যথিত সব আনন l
থাকলো পড়ে সৃষ্টি যে তাঁর
গান নাটকের বিশাল বাহার
নোবেল জয়ী কবি তিনি
বাংলা মায়ের প্রাণ
অসির আঘাত মসির বারি
বাংলা মায়ের দুখনিহারী
গান গেয়ে আর বেঁধে রাখি
বাঁচান মায়ের মান l