ঘরে বসে সকাল বিকাল
কি যে এখন করি রে...
আছে যত প্রিয় লেখা
বার করে সব পড়ি রে
ভাবনা আসে মনের কোণে
লিখে রাখি সঙ্গোপনে
সময়সুযোগ পেলে সেটা
পাতায় প্রকাশ করি রে
ঘরে বসে সকাল বিকাল
কি যে এখন করি রে....
ফোনে ধরি বন্ধু যত
খোঁজ খবর করি রে
লক ডাউন মানছে কেমন
শরীর স্বাস্থ্য আছে কেমন
আশপাশের খবরাখবর
সংগ্রহ তা করি রে
নিত্য বেড়ে চলে সংখ্যা
আতঙ্কে আজ মরি রে
ঘরে বসে সকাল বিকাল
কি যে এখন করি রে...
লক ডাউনে বন্দী ঘরে
আছি কেবল ভাত কাপড়ে
শখ-আহ্লাদ বিদায় দিয়ে
আছি কেবল আসল নিয়ে
বাড়ির সবাই মিলে কাটাই
দুর্যোগের এই ঘড়ি রে
মানুষ আছে অসুবিধায়
পকেটে নাই কড়ি রে
ঘরে বসে সকাল বিকাল
কি যে এখন করি রে.....
মরণ তাকে সামনে দেখেও
হাসি মজা করি রে
করণীয় যা কিছু তা
যত্ন করে করি রে
আছে যা সব হাতের বাহির
ভাবনা কেন করি রে
যাবৎ জীবেৎ সুখং জীবেৎ
এই নীতিটাই ধরি রে
ঘরে বসে সকাল বিকাল
কি যে এখন করি রে.....