সোনালী রঙে
গোধূলি সঙে
মন উড়ে যায় ভাবনা নিয়ে
কুলিক বনের ভিতর গিয়ে
বনের কোলে
ভাবনা দোলে
ভাবনা অতীত বর্তমানের
পাখপাখালি গাছের রঙের
ক্ষতির ধ্বসে
জীবন খসে
তারই মাঝে আশার আলো
আছে কিছু এরই ভালো
ঘনঘটায়
বর্ণচ্ছটায়
সোনার আলো দেয় ছড়িয়ে
আশা নিরাশার পথ পেরিয়ে
জাগে মানুষ
ওড়ে ফানুস
ফানুস ওড়ে স্বপ্ন ঘিরে
মানুষজনের সাগরতীরে