পাড়ায় পাড়ায় সীমা দখল করলো সকল কুকুরে
বুড়ো কুকুর জোয়ান কুকুর যতো খোকাখুকু রে l
অন্য পাড়া থেকে এলে সমস্বরে ঘেউ কি ঘেউ
সম্মিলিত আক্রমণে ঠাঁই পাবে না অন্য কেউ l
পাড়ায় যতো মানুষসকল সবাই তাদের জানাশোনা
দিনেরাতে আসা যাওয়া তাদের বেলা নাইকো মানা l
গন্ধ শুঁকে ঠিক বুঝে যায় এই পাড়ারই বাসিন্দা
অন্য রকম গন্ধ পেলে ডাক শুরু হয় - তফাৎ যা l
এসব কিছু দিনের বেলা নরম লোকের বেলায় যম
রাত্রিবেলা চোর তাড়াতে তখন তাদের নাই সে দম l
চোর এসে সব সাফাই করে দিব্যি যখন পগার পার
সকালবেলা পুলিশ এসে ধানাই পানাই সার অসার
তখন কুকুর বাহিনীদের তেজ বাহাদুর ঘেউ কি ঘেউ
বাপজন্মে গো শুনি নি তো চোর ধরেছে কুকুর কেউ l