মালা দুল পরিহিত সুরূপা যথার্থ
খেলে গেছে মিলে গেছে পুরো যেন অর্থ l
দিয়েছে যা গায়ে সেটা নিজরূপে ধন্যা
অপরূপা সুন্দরী সত্যি অনন্যা l
চুল তার সোনা ধরে ত্বক দুধ-সাদা
এই রূপে মেতে আছে জানি এক দাদা l
চোখ জুড়ে আছে যেন মায়াভরা টান
যেন এক চেয়ে আছে সুরে ভরা গান l

রূপের আড়ালে আছে গুণী এক মা
সন্তানপালনে সে অতি ধন্যা l
নাচে গানে কবিতায় ছবি অঙ্কনে
সর্বদা পাশে মা জানে সবজনে l
মঞ্চকে জয় করে গুণী তার কন্যা
কন্যার সাথে কে সে ?  মাতৃ অনন্যা l
504