বয়ফ্রেন্ড এক আছে বলে
বোনের ওপর রাগ করো
আর তোমরা যে সব গার্লফ্রেন্ড নিয়ে
কথায় কথায় হাগ করো
তার বেলা ?
ঘুরছো শহর দেখছো ছবি
কবিতা লিখে হচ্ছো কবি
গার্লফ্রেন্ডকে লিখছো চিঠি
এটাই নাকি তোমার হবি
তার বেলা ?
পাড়ার মোড়ে বেপাড়াতে
কলেজ এবং পার্কে বসে
চলছে তোমার লাস্যলীলা
আছো ভালোই রসেবসে
তার বেলা ?
পুজোর দিনে বাকি বছর
কতোকিছু দিচ্ছো কিনে
গার্লফ্রেন্ড নিয়ে হচ্ছো পাগল
জীবন বৃথা তারই বিনে
তার বেলা ?
বয়ফ্রেন্ড এক আছে বলে
বোনের ওপর রাগ করো
আর তোমরা যে সব প্রেমিক ছুঁড়ো
গার্লফ্রেন্ড নিয়ে হাগ করো
তার বেলা ?