এই আমি আলো ছুঁয়েছি
এই ছুঁয়েছি বাতাস
এই আমি তোকে ছুঁলাম
এই পেয়েছি আভাস l

তোকে ছুঁলেই টের পেয়ে যাই
আছি আমি আছি
সেই প্রাণ ফিরে পেয়ে যাই
সেই নেশাতেই বাঁচি l

তোরা যাকে নেশা বলিস
না তেমন কিছু তো নেই
তোর কাছে এলেই শুধু
মেজাজ খোলে সেই l

মেজাজ এলে যা কিছু সব
হোক না অর্ডিনারি
তার মধ্যে পাই খুঁজে পাই
দিগন্ত বিহারী l

এই আমি ছুঁয়েছি প্রান্ত
এই ছুঁয়েছি তোকে
আমি পেয়েছি আমার আপন
বলুক যা কিছু লোকে l
502