চারিদিকে কতকিছু ঘটে যায় রোজ
যতো কিছু ঘটে তার নিলে পরে খোঁজ,
খোঁজ নিলে দেখা যায় মানুষ আসামি
মানুষের মাঝে পাই যতো নোংরামি l

হিংসা ও দলাদলি লুটমার যতো
মানুষ মানুষ মারে পশু শত শত l
জগতের সেরা জীব প্রচার জগতে
সেই সেরা পড়ে ধরা যতো হতাহতে l

সময় বিবশ বড়ো দায়ী করি কাকে
যতো সব কুকীর্তি ছোট বড়ো মাপে,
গুনে গুনে সবটিতে কাঠগড়া পায়
মানুষের মতো কোনো অপরাধী নাই l

কার ক্ষতি করে যায় ? আপনার জাতি
ঘুরে ফিরে ছেলে মেয়ে ভাইপো ও নাতি l
পিঁড়ি আসে পিঁড়ি যায় বয়ে যায় পাপ
নিজ ঘাড়ে এলে পরে করে অনুতাপ l

জগতের যতো জীব নদী নালা বন
মানুষ সকল মারে ছাড়ে না আপন l
শুধু তারা করে যায় ব্যাপক প্রচার
প্রচারের পর্দায় ঢাকে অনাচার l
৮৫৫