মেয়ে আমার লক্ষ্মী বড়ো ফার্ষ্ট ইয়ারে পড়ে
বয়ফ্রেন্ড এক ম্যানেজ করে তাকেই বিয়ে করে l
নাবালিকা সেই কারণে টেকে না সে বিয়ে
হোমে থাকে শেষ অবধি ঘরেই আসি নিয়ে l
ছোট মেয়ে সপ্রতিভ ইংরাজি মাধ্যমে
দুটি বোনে মেলে এসে গঞ্জিকা সেবনে l
প্রতিদিনে সাতশ টাকা ব্রাউন সুগার চাই-ই
টাকার জন্য আমার ওপর চলে ধানাই পানাই l
প্রধানশিক্ষক পদে আমি আছি কর্মরত
আমায় মেরে করলো তারা পূর্ণ মনোরথ l
রাত আঁধারে পাথর দিয়ে হত্যা মাতৃজনে
একজন পাবে চাকরি আমার পেনশন অন্যজনে l
গর্ভে ধরা সন্তানেরা দিলো গর্ভের দাম
লক্ষ্মী নামের ব্যবহারের হলো যে বদনাম l
লক্ষ্মীপুজোর দিনে এমন খবর এলো পাতায়
আঘাত বড়ো মানব মনে আঘাত মানবতায় !!