জানিস জগাই বলছে সবাই
কুচকুচে খুব কালো
আঁধার রাতে নদীর ধারে
জ্বলছে নিবছে আলো l

বুঝছে না কেউ কিসের আলো
ভয় পেয়ে যায় শুনে
বনের ঝোপে রাত গভীরে
আলো আঁধার বুনে l

নদীর ধারে মৃদু আলোয়
রাত গভীরে কারা
করছে খেলা দল পাকিয়ে
যতো হতচ্ছাড়া l

এই পাড়াতে ঐ পাড়াতে
যতো উদোম ছেলে
রাত গভীরে জমা হয়ে
আলো আঁধার খেলে l

আঁধার হয়ে টুকি মারে
আলো জ্বেলে ধরে
বুঝছে না কেউ ঘরের মানুষ
গোবর মাথায় ধরে l
494