ছেলে বলে - বাপি বাপি, বাবা তাতে পটে যায়
বাবা ডাকা ছেলেগুলো চড় থাপ্পড় খায় l
হাবি শোনা স্বামীগুলো যেন পুরো পকেটে
স্বামী নাম মুখে নয়, মার খায় ফোকটে l
দাদাভাই দিদিভাই বড়ো বেশি আপনার
স্যার ম্যাম বলা যেই ভয় দেহ কাঁপানোর l
অফিসের নিচু পদে যারা সব কাজ করে
অসীম ক্ষমতা জেনো এই লোকগুলো ধরে l
স্যার বলে যদি ডাক দাও এই মানুষে
গদগদ হয়ে তারা তোলে কাজ নিমেষে l
দাদু দিদা বাদ গিয়ে দাদুভাই দিদিভাই
একটু আলাদা ডেকে কতো যেন মজা পায় l
ডেকে মজা তার সাথে পার্থিব বহুকিছু
এটা সেটা আসে চলে প্রিয় প্রতি ডাকপিছু l
বেটা বেটি বাতিলে, সোনামনি সোনা মম
আধো আধো বুলি ফোটে উপহার হরদম l
সম্বোধনকে ঘিরে জেগে ওঠে ভালোবাসা
পরিবার সমাজের মিটে যায় বহু আশা l
যারা সব ধরে আছে পুরোনো সে ডাকগুলো
সাদামাটা সাধারণ জীবনটা মাটি ধুলো l
ন্যাকামির আছে কিছু সুবিধা তো নিশ্চয়
যারা এটা করে নাকো, সুবিধার অপচয় l
৮৭৬