যাঁদের মাথা ভীষণ বড়ো ভীষণ তাঁদের বুদ্ধি ঘটে
সেই বুদ্ধিতে দায়িত্ব নেন করেন সৃষ্টি শুদ্ধি মতে
যা কিছু সব ভেঙে ফেলেন ভাঙা ভাঙা খেলায় মেতে
নতুন কিছু গড়েন যদি অর্থহীনের জালে সেঁটে
গভীরে যায় ভাবনা তাঁদের অতল গভীর খাদের কোলে
সেখান থেকে ভাবনা ফোটে কঠিন শব্দনাদের বোলে
ভাবনা আবার ফোটেও নাকো শুধুই শব্দখেলা চলে
আজব আজব শব্দবন্ধ ইট পাথরের যাঁতাকলে
ইট পাথরের ঠোকাঠুকি ঘটাং ঘটাং শব্দ ওঠে
বহু পাঠক কবিতা পড়ে ভীষণ ভীষণ জব্দ বটে
হাহাকারে আর্তনাদে চাপড়ে কপাল অজ্ঞানে যান
উদ্ধারে তার ছুটে আসে এম্বুলেন্স ও ফায়ার বিমান
জলের ধারায় স্যালাইন ছোঁয়ায় শব্দ অর্থে মুক্তি আসে
ফিরলো যখন জ্ঞানটা সবার আকাট কিছু যুক্তি ভাসে
অর্থকারের বুদ্ধি এবং রুচি নিয়ে কথা শানায়
অর্থ শুনে কারুর নাকি ভেতর করে ধানাই পানাই
অবচেতন থেকে নাকি স্যালাইন এবং জলের ধারা
হুক্কা হুয়া হুক্কা হুয়া অর্থ নিয়ে অনর্থরা