শুভ মহালয়া সাথে কারিগর পূজা
আগমনী গানে ঐ আসে দশভূজা l
মনে বেজে ওঠে সেই আগমনী সুর
বিষন্ন ভাব যতো চলে যায় দূর l
হৃদয় গভীরে জাগে শারদীয়া আলো
দূরে চলে যায় সব আঁধারের কালো l
সকলের মঙ্গল কামনার সাথে
ভক্তেরা প্রার্থনা করে উঠে প্রাতে l
শুদ্ধ শান্ত মনে পূজার আবহ
খুশিভাবে মেতে ওঠে ভক্তের গৃহ l
আকাশের কোলে ভাসে শরতের মেঘ
মনে জেগে ওঠে যতো শরৎ আবেগ l
শিউলির ঘ্রাণে আর কাশফুল বনে
শারদীয়া দোলা আজ প্রতি জনমনে l
বীরেন্দ্রকৃষ্ণ'র উদাত্ত স্বরে
মহালয়া বেজে ওঠে বাঙালির ঘরে l
দুর্গতি নাশ করে দেবী মহামায়া
হেসে ওঠে খেলে ওঠে প্রতি গৃহছায়া l
ঘরে ঘরে শারদীয়া খুশি হিন্দোল
মন্দিরে বেজে ওঠে করতাল ঢোল l
৮৯০