প্রেরণা
`````````



পায়ে পায়ে পথ পেরিয়ে আঁধার পেরোয় রাত
রাত ফুরোলেই দুঃখ হেসে বাড়ায় আবার হাত।

সুজন মনের আলোয় নেয়ে জীবন গড়ে স্বজন
ঐক্য গড়ার মন্ত্র পড়ায় সাবধানী হয় ক'জন ?

বসত ভিটে সব হারিয়ে ছেলের হাতটি ধরে
পথে নামে কোনো পিতা কোন জীবনের তরে ?

মা-বোনেরা কষ্ট সয়েও দেশ বাঁচাবে বলে
আঁচলে ঢেকে দুঃখ হাজার শক্ত পায়ে চলে।

সেই জীবনও দেখতে শেখে সামনে অবাধ আশা
দেশপ্রেমের মন্ত্র নিয়ে এগিয়ে চলার ভাষা।

জীবন মানে সবাই জানি গুনে কতক দিন
প্রান্তিক মায়া ছোঁয়ানো পথে দীর্ঘ প্রাণের ঋণ।

মন-মানসে সন্ধ্যাপ্রদীপ জ্বালে সন্ধ্যাতারা
বাঁচতে শেখায় জীবনপথে সঠিক প্রেরণারা।