শত স্বপ্নের ডুবে যাওয়া রাতে
নিমেষের সাথী  দুখ,
এলোমেলো হাওয়া আঁকাবাঁকা পথে
ফের জাগায় মনেতে সুখ।

প্রবাহিত নদী সুখে কী অসুখে
অবোঝ সাধনে নিজেরে বাঁধিতে,
কাঙ্খিত পথ স্বপ্ন সুধাতে
বাঁধাহীনতায় তোমারে সাধিতে।

যাপনের ভাষা অকুলেতে মেশা
অজানা সীমা অসীমেতে ঘেষা,
অনাবিল ধারা আত্মসুখ হারা
জীবনের টান বাড়ায় যে নেশা।

হারানো দুঃখ বুকে তুলে রাখি
শূন্য মনের খামে,
স্মৃতির গালিচা মখমলসম
মন কেনে চড়া দামে।

স্রোত ভরা নদী যেন আজ ছবি
আঁকি সোনাভরা ক্ষেত পাশে,
গল্পের আমি, গল্পের তুমি
বাঁচি অযাচিত পরবাসে।


            ~ জবা চৌধুরী