মনে পড়ে না
==========
কপিরাইট ©জবা চৌধুরী
অনেকটা সমতল রাস্তার পর
এবড়ো-খেবড়ো জঞ্জালের পথ
মনে পড়ে না আর সে পথে
কতদূর হেঁটেছিলাম।
কল্পনায় তখন উপচে পড়া রঙ
কিশোরীদিনের চপলতা
ফেরারি আজ পুরোনো জল্পনারা
ভাবি হাজার, সুখ খুঁজে পাই অল্প।
দিক-শূন্য ক্লান্ত দিনগুলো
অচেনা হাওয়ার মতো বিদায় নিলো,
মনে পড়ে না আর
শেষ কবে হেসেছিলাম।
মনে পড়ে প্রতিদিনের হেরে যাওয়া
মিথ্যার ঘরে সত্যকে ঢেকেছি মুখোশে
ঠিকানাহীন মনের মৃত্যু দেখেছি বারবার।
মনে পড়ে না শেষ কবে মানুষ ছিলাম।
======================