মেঘ জমেছে আকাশ ছেঁয়ে
রোদ জাগেনি আজ
ধুয়ে দিতে মনের জ্বালা
অভিমানের সাজ ।
বৃষ্টি মনের কান্না ধোয়ায়
মিষ্টি গানের সুরে
বানভাসিতে কপোল ভাসায়
পেরোয় সাগর দূরে ।
বাংলা আমার স্বপ্নে গড়া
বৃষ্টি কাদায় মাখা
টিনের চালে নোনা জলে
পায়রার গোঁজা পাখা ।
তুলির রঙে ক্যানভাসে দেখি
কদম ফুলের হাসি
মিষ্টি-মধুর গন্ধে বিভোর
আম-কাঁঠালের রাশি ।
মন-সাগরে পাড়ি জমাই
স্বপ্ন-ডিঙা চড়ে
ভরা বর্ষার বাংলাকে দেখি
আমার বিদেশ ঘরে ।
© জবা চৌধুরী